মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইওএস ব্যবহারকারীদের জন্য পিকচার-ইন-পিকচার মোড আনার প্রতিশ্রুতি রক্ষা করলো ইউটিউব। জানা গেছে, প্রাথমিকভাবে প্রিমিয়াম সেবা গ্রহণকারী যুক্তরাষ্ট্রের সব আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হচ্ছে সুবিধাটি। ফলে অন্য অ্যাপ ব্যবহার করার সময়েও ইউটিউব দেখার সুবিধা পাবেন তারা। খবর এনগ্যাজেট। আগামী ৩১ অক্টোবর প্রিমিয়ার টেস্টিং শেষ হবে। যদি ফিচারটি কাজ না করে তাহলে আপনাকে ইউটিউব অ্যাপটি আনইনস্টল করে পুনরায় ইনস্টল করার প্রয়োজন হতে পারে। তবে ঠিক কবে নাগাদ প্রিমিয়াম সাবস্কাইবারদের বাইরের ব্যবহারকারীদের জন্য পিকচার-ইন-পিকচার মোড উন্মুক্ত হবে সেই পরিকল্পনার কথা জানায়নি ইউটিউব। তবে এ ফিচারটির মাধ্যমে ইউটিউবের দর্শক আরও বাড়বে এবং ভিডিও সেবায় প্রতিদ্বন্দ্বিদের থেকে এগিয়ে রাখবে প্ল্যাটফর্মটিকে।