অ্যাপল যখনই লেটেস্ট মডেলের আইফোন বাজারে ছাড়ার ঘোষণা দেয়, তখনই ইন্টারনেট দুনিয়া ভেসে যায় মিম ও কৌতুকে। যার মধ্যে কিডনি বিক্রি সংক্রান্ত কৌতুক থাকবেই। আইফোনের দাম এতোই বেশি যে তা কেনার জন্য সাধারণ মানুষের যেন কিডনি বিক্রি ভিন্ন উপায়ও নেই! তাই এই কৌতুকগুলো যে আরও বহুদিন চলবে তা বলাই বাহুল্য। তবে কৌতুকগুলোর পেছনে যেমন আছে বাস্তব ভিত্তি, তেমনি বাস্তব ভিত্তির ফলাফল হিসেবে আছে কিছু বিপদ। সত্যি সত্যি কিডনি বিক্রি করে আইফোনের মালিক হওয়া চীনের ওয়াং সাংকুন এখন শয্যাশায়ী।
কিডনি বিক্রি করে আইফোন কেনার মিম ও কৌতুকগুলোই যেন নিষ্ঠুর বাস্তব ২৫ বছর বয়সী ওয়াং সাংকুনের ক্ষেত্রে। বেশিরভাগ মানুষ কেবল মুখেই যা বলে, তিনি তা করে দেখিয়েছেন। এবং নিজের বর্তমান দুর্দশা দিয়ে এটাও দেখাচ্ছেন যে, পরিকল্পনাটি আদতে তেমন সুবিধার কিছু নয়। মানুষের কিডনি থাকে দুটো। একটি বিক্রি করেও আরেকটি কিডনি নিয়ে দিব্যি ভালোভাবেই বেঁচে থাকা যায়। কিন্তু এতে নেয়া হয়ে যায় অহেতুক ঝুঁকি, যা নেয়ার পর নিজেকে বিচক্ষণ প্রমাণ করাটাও হয়ে যায় দুরূহ।