ঝড় উঠবে পূর্বাভাস আগেই ছিল। তবে একই দিনে রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ও মুক্তি পাওয়ায় শঙ্কাও ছিল। কিন্তু ১ নভেম্বর দেওয়ালি উপলক্ষে মুক্তির পর থেকে ঠিকই আলোচনায় আনিস বাজমির ‘ভুলভুলাইয়া ৩’। বাংলাদেশের দর্শকদেরও সিনেমাটি নিয়ে আগ্রহ রয়েছে, কয়েক দিন ধরে গুগল ট্রেন্ডিংয়েও রয়েছে সিনেমাটি। কিন্তু কেন আলোচনায় এই সিনেমা? জেনে নেওয়া যাক সম্ভাব্য ৫ কারণ।
সিকুয়েল হিসেবে গুরুত্ব
২০০৭ সালে মুক্তির পর ‘ভুলভুলাইয়া’ ব্যাপকভাবে আলোচিত হয়। দর্শক-সমালোচকদের কাছে প্রশংসা পাওয়া সিনেমাটি নিয়ে এখনো আলোচনা হয় অন্তর্জালে। বিশেষ করে অক্ষয় কুমার ও বিদ্যা বালানের অভিনয় নিয়ে কথা বলেন দর্শকেরা। হলে হরর-কমেডি নিয়ে বিস্তর চর্চা হলেও তখন হিন্দিতে এ ধরনের সিনেমা হতো না, ফলে ‘ভুলভুলাইয়া’ চমকে দিয়েছিল। এই ফ্র্যাঞ্চাইজির আলাদা এক দর্শকশ্রেণি বরাবরই ছিল। প্রথম কিস্তি মুক্তির পর দ্বিতীয়টি মুক্তি পায় ২০২২ সালে।
সিনেমাটি প্রথমটির মতো সমালোচকদের কাছে সেভাবে পাত্তা না পেলেও বক্স অফিসে সুপারহিট হয়। কার্তিক আরিয়ানের ক্যারিয়ার নতুন গতি পায়। সব মিলিয়ে আবার আলোচনায় চলে আসে ‘ভুলভুলাইয়া’। তাই এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে দর্শকের আগ্রহ ছিল। এমনকি ছবিটির ট্রেলার মুক্তির পর থেকেই পর্দায় কী কী ঘটতে পারে, তা নিয়ে অনুসারীদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা তৈরি হয়।
মঞ্জুলিকার ফেরা
‘ভুলভুলাইয়া’র প্রথম কিস্তির সেই ‘মঞ্জুলিকা’কে নিয়ে এখনো কথা হয়। অবধারিতভাবে চর্চা হয় এই চরিত্রে অভিনয় করা বিদ্যা বালানকে নিয়েও। কিন্তু দ্বিতীয় কিস্তিতে ছিলেন না বিদ্যা, তাঁর বদলে সেই ছবিতে দেখা যায় টাবুকে। কিন্তু দ্বিতীয় কিস্তি মুক্তির পর থেকেই মঞ্জুলিকা চরিত্রটি ফেরাতে একরকম দাবিই তোলেন দর্শকেরা।
ফল, ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে ফিরেছেন বিদ্যা। ট্রেলারের তাঁর কণ্ঠে বাংলা সংলাপ শুনেই শুরু হয় আলোচনা। ফল, পর্দায় ‘মঞ্জুলিকা’র ফেরা মিস করতে চাননি দর্শকেরা।
কার্তিক-জাদু
গল্প তেমন জমাটি নয়, চিত্রনাট্যেও অনেক দুর্বলতা আছে। তবে ছবিতে কার্তিক আরিয়ানের অভিনয় নিয়ে কথা হবে না। ‘ভুলভুলাইয়া ৩’ দেখার পর এমনটা বলেছেন অনেক সমালোচক। কয়েক বছর ধরেই হিন্দি সিনেমার অন্যতম শীর্ষ অভিনেতা হয়ে উঠেছেন কার্তিক, তাঁর আলাদা ভক্তশ্রেণি তৈরি হয়েছে। ছবিটি মুক্তির পর কার্তিকের অভিনয়ের প্রশংসা মুখে মুখে ছড়িয়েছে। ফলে ছবিটি দর্শক টেনেছে।
হরর-কমেডি
‘স্ত্রী’ দিয়ে বলিউডে নতুন করে আলোচনায় আসে হরর-কমেডি ঘরানার সিনেমা। সেই পথ ধরে চলতি বছর ‘মুনজ্যা’ ও ‘স্ত্রী ২’ দুর্দান্ত ব্যবসা করে। ফলে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিটিও যে ব্যবসা করবে, সেটা অনেক বিশ্লেষকই অনুমান করেছিলেন। বাস্তবে হয়েছেও তা–ই। হ্যালোইন, ভূতচতুদর্শী, দেওয়ালির মতো উৎসবের আমেজে এ ধরনের হালকা মেজাজের হরর-কমেডি দেখতে পছন্দ করেছেন দর্শকেরা।