যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর দেশটির সঙ্গে ‘সম্পর্কের নতুন অধ্যায়’ শুরুর বিষয়ে আশাবাদী তালেবান। আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি বুধবার এ কথা বলেছেন।
মুখপাত্র বলেন, তালেবান সরকার আশাবাদী যে—দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিশ্চিত করতে একটি বাস্তববাদী পথে এগোবে আগামী মার্কিন প্রশাসন। এর মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক অংশগ্রহণের ভিত্তিতে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরুর সুযোগ তৈরি হবে।