এস আই টুটুল এবং অভিনেত্রী তানিয়া আহমেদ। ভালোবেসে তারা বিয়ে করে দুই দশকের বেশি সময় সংসার করে। মিডিয়া এবং সাধারণ মানুষদের কাছে আদর্শ তারকা দম্পত্তি হিসেবেই পরিচিত ছিলেন তানিয়া এবং টুটুল। কিন্তু হঠাৎ করেই এস আই টুটুলের দ্বিতীয় বিয়ের খবর আসে। তিনি ৪ জুলাই বিয়ে করেছেন আমেরিকার নিউইয়র্কে বসবাসরত টেলিভিশন উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়াকে। এক বছর আগেই তানিয়া আহমেদকে ডিভোর্স দিয়েছেন টুটুল। গণমাধ্যমেও এমনটি জানিয়েছেন দু’জনেই।
তবে এবার সামনে এলো নতুন খবর। দেশীয় এক গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন টুটুলের দ্বিতীয় বিয়ের ভিন্নচিত্র সামনে এলো। জানা যায়, টুটুল রেজিস্ট্রি ছাড়াই বাসায় হুজুর ডেকে এনে শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন একসঙ্গে থাকলেও হঠাৎ করেই সোনিয়াকে রেখে নিউইয়র্ক ছেড়ে আমেরিকার ফ্লোরিডাতে বসবাস করছেন এই গায়ক।