কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, আরব-ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করার জন্য যে আব্রাহাম অ্যাকোর্ড নামের চুক্তি করা হয়েছে তার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি সাফাক।
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈশ্বয়িক নিরাপত্তা বিষয়ক সভা ‘দ্যা গ্লোবাল সিকিউরিটি ফোরাম’-এর দ্বিতীয় দিনে তিনি এমন মন্তব্য করেন।
শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেন, আঞ্চলিক শান্তি প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো সীমা নেই। এ কারণে আরব দেশগুলো ও ইসরাইল (যারা আব্রাহাম অ্যাকোর্ড নামের চুক্তিতে আবদ্ধ) এ অঞ্চলের সঙ্কট সমাধান করতে পারবে না।
কাতারের এ শীর্ষ কূটনীতিক বলেন, আমরা আব্রাহাম অ্যাকোর্ড নামের চুক্তির মাধ্যমে শান্তির কোনো সম্ভাবনা দেখি না। এ কারণে আমরা বিশ্বাস করি যে আব্রাহাম অ্যাকোর্ডের মাধ্যমে (ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান) কোনো সঙ্কটের কার্যকর সমাধান করতে পারবে না। আমাদের উচিৎ নয় যে কোনো রাষ্ট্রের (ইসরাইল) সাথে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং তারা যে আরবদের ভূমি দখল করছে তা ভুলে যাওয়া।
গত বছর মার্কিন সমর্থিত আব্রাহাম অ্যাকোর্ড চুক্তির মাধ্যমে ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান সম্পর্ক স্বাভাবিক করে। অপর দিকে কাতারি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে সজাগ এবং তারা আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরাইলের এ সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধী।
সূত্র : ইয়েনি সাফাক