শেয়ারবাজারে টেসলার শেয়ারের দরপতনের ফলে গত সপ্তাহে এলন মাস্ক হারিয়েছেন দুই হাজার ৭০০ কোটি ডলার। টেসলার স্টকটি গত সপ্তাহে কমেছে ১১.৫ শতাংশ। আর টেসলার প্রায় ১৮ শতাংশ শেয়ারের মালিক এলন মাস্ক। সেই হিসাবে এত বিশাল পরিমাণ অর্থ হাতছাড়া হলো এই মার্কিন উদ্যোক্তা ও গবেষকের।
বাণিজ্যবিষয়ক সংবাদ সংস্থা ব্লুমবার্গের করা ‘বিলিয়নেয়ারস তালিকা’ অনুসারে গত সপ্তাহে ইলনের হারানো সম্পদ বিশ্বের ৫২তম ধনী ব্রিটিশ প্রযুক্তিপ্রতিষ্ঠান ডাইসনের প্রতিষ্ঠাতা জেমস ডাইসনের পুরো সম্পদের সমতুল্য। মাস্ক ও অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজস জানুয়ারি থেকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষস্থানটি অদলবদল করে চলেছেন।
তবে দুই হাজার ৭০০ কোটি ডলার হারানোর পরও ১৫ হাজার ৭০০ কোটি ডলারের সম্পদ নিয়ে মাস্ক এখনো দ্বিতীয় স্থানটি ধরে রেখেছেন। ১৭ হাজার ৭০০ কোটি ডলারের সম্পদ নিয়ে বেজস আছেন প্রথম স্থানে। অন্যদিকে মাস্কের চেয়ে দুই হাজার ৭০০ কোটি ডলার কম সম্পদের মালিক হয়ে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস আছেন তৃতীয় স্থানে।
সূত্র : সিএনএন